গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫| mohpw job circular 2025 | Biddabari

Job Circular Image

এই চাকরি সম্পর্কে

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫| mohpw job circular 2025 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫| mohpw job circular 2025 প্রকাশিত হয়েছে। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক(গ্রেড-১৬) এবং অফিস সহায়ক(গ্রেড-২০) এই ৩টি পদে মোট ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। ১ আগস্ট ২০২৫ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। তবে ১ ও ২ নং এ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা  সর্বোচ্চ ৪০ বছর।  বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫| mohpw job circular 2025 -এর তথ্য অনুযায়ী, ১ ও ২ নং পদের প্রার্থীদের কম্পিউটার Word Processing, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনা সহ সংশ্লিষ্ট কাজের প্রশিক্ষণ, দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: ১১-২০তম গ্রেডের চাকরির গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান  বিশেষ দিকনির্দেশনা!

প্রস্তুতির জন্য দেখুন: 11-20th Grade Gold Live Batch-14

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫| mohpw job circular 2025 এর বিস্তারিত:

পদসংখ্যা: ১৭টি।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা: ১ নং পদের জন্য স্নাতক/ সমমান, ২ নং পদের জন্য HSC/সমমান, ৩ নং পদের জন্য SSC/সমমান।

আবেদনের সময়সীমা:  ২০ আগস্ট ২০২৫ ইং সকাল ১০ ঘটিকা থেকে ২০ সেপ্টেম্বর ২০২৫ ইং বিকেল ০৫:০০ ঘটিকা।

আবেদনের বয়সসীমা: ০১ আগস্ট ২০২৫ ইং তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর।  তবে ১ ও ২ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা  সর্বোচ্চ ৪০ বছর। 

আবেদন ফি: ১ ও ২ নং পদের জন্য ১১২ টাকা এবং ৩ নং পদের জন্য ৫৬ টাকা।

আবেদন ফি জমা দেওয়া পদ্ধতি: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে

আবেদনের প্রক্রিয়া:  অনলাইনে এই লিঙ্কে http://mohpw.teletalk.com.bd প্রবেশ করে আবেদন করতে হবে। 

আরও দেখুন: ১১ থেকে ২০ তম গ্রেডের বিশেষ দিকনির্দেশনা

এই চাকরির বিবরণ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫| mohpw job circular 2025 এর  অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:

·         পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://mohpw.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

·         Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ সকাল-১০:০০ ঘটিকা।

·         Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল-০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে যেকোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

·         Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০০ ও গ্রন্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০০ ও প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

·         Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

·         প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

·         প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://mohpw.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

·         SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী কর্তৃক Download পূর্বক রঙিন Print করতে হবে। প্রার্থী কর্তৃক উক্ত প্রবেশপত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং পরবর্তীতে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় প্রদর্শন করতে হবে।

আরও দেখুন: ১১ থেকে ২০ গ্রেডের সকল চাকরি পরীক্ষায় বাংলা বিষয়ে প্রিলি ও লিখিততে করার দুর্দান্ত কৌশল

 

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫| mohpw job circular 2025 এর বাছাই প্রক্রিয়া:

·           লিখিত

·           ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং

·           মৌখিক পরীক্ষায়

১ ও ২ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ৩ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫| mohpw job circular 2025 এর মৌখিক পরীক্ষার গুরুত্বপূর্ণ কাগজপত্র

·         সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, পূরণকৃত Applicant's Copy, প্রবেশপত্রসহ সকল কাগজপত্রের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি

·         সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি

·         ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে।

·         আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্র-কন্যা হলে প্রমাণক হিসেবে আবেদনকারীকে (সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার গেজেট/ভারতীয় তালিকা/লাল মুক্তিবার্তা নম্বর/সাময়িক সনদের নম্বর ও তারিখ/বামুস সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক) সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।

·         প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে যাচিত ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্য পাওয়া গেলে/ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

·         ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

আরও দেখুন: ১১ থেকে ২০ তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে গণিত বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫| mohpw job circular 2025 এর গুরুত্বপূর্ণ নির্দেশাবলি:

 

·         চাকুরির আবেদন ফরমে (Applicant's Copy) সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।

·         এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদসমূহ পূরণের ক্ষেত্রে "বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বর্হিভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ (সংশোধিত ২০২০) অনুসরণ করা হবে। এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি-বিধান/আদেশ/নিয়মাবলি এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে।

·         সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।

·         সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেয়া হলো।

·         যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন।

·         প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

·         আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেয়ার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।

·         Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

·         লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না